মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯ বছর বয়সী বাদল সরদার। ১৮ দিন হলেও সন্তানকে না পেয়ে সংবাদ সম্মেলন করে সন্তান ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন নিখোঁজের পরিবার।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর পৌর শহরে সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগি পরিবার।
ভূক্তভোগি পরিবার জানান, গত বছরের ১৫ অক্টোবর নিজ বাড়ী মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের এনাজুল সরদার ও মাজেদা বেগমের বড় ছেলে বাদল সরদার ঢাকায় যায়। ঢাকার ফুফুর বাসায় থেকেই রাজমিস্ত্রির যোগালি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এভাবে তিন মাস কাজ করার পরে তার এক পরিচিতি বন্ধুর মাধ্যমে গাজীপুরে একটি ইটভাটার কাজে যোগ দেন। যেখানে থেকে পরিবারের সাথে নিয়মিত যোগযোগ করতো।
তবে ৩ ফেব্রুয়ারী রাত আটটার পর থেকে তার ব্যবহারিত মোবাইল বন্ধ পাওয়া যায়। তারপর থেকে বাদলের সাথে আর যোগাযোগ করা যায়নি। এরপরে পরিবারের লোকজন গাজীপুর ওই ইটভাটায় গিয়েও তার কোন সন্দান পায়নি। পরিবার-পরিজনের সাথে খোঁজ করেও বাদলের খোঁজ পাইনি। পরে গাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে। সংবাদ সম্মেলনে নিখোঁজের পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।