জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নিম গাছের চারা রোপণ

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি, দিনাজপুর: জিয়াউর রহমান ফাউন্ডেশন, দিনাজপুর এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নিম গাছের চারা রোপণ কর্মসূচী পালিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৩.৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. এরফান আলি খন্দকার, জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের যুগ্ন সম্পাদক মো. আবু তাহের আবু ও ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, পরিচালক ডা. সুধারঞ্জন রায়, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেজবা আলমসহ হাবিপ্রবি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

জিয়াউর রহমান ফাউন্ডেশন

অনুষ্ঠানের শুরুতে জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারারকে ফুল দিয়ে বরণ করেন। পরবর্তীতে একটি সংক্ষিপ্ত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় হাবিপ্রবির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, এমন একজন নেতার জন্মদিন উপলক্ষ্যে আজকের এই মহতী অনুষ্ঠান, যাঁর জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস হয়তো এভাবে রচিত হতো না। আপনারা জানেন জিয়াউর রহমানের উত্থান মানেই বাংলাদেশের স্বাধীনতার উত্থান, জিয়াউর রহমানের উত্থান এ দেশের সার্বভৌমত্বের উত্থান এবং জিয়াউর রহমানের উত্থান বাংলাদেশের ভৌগলিক অবস্থান অরক্ষিত রাখার উত্থান।

তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। তাঁর আদর্শ, চিন্তা ও চেতনা মননে ধারণ করতে পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষত থাকবে। এরকম একজন নেতার জন্মদিন পালনের উদ্যোগ নেয়ায় আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বক্তব্য শেষে তিনি বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন:  ফুলবাড়ীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

পরবর্তীতে তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading