জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের ৩১৬/বি কক্ষে মাদকসেবনের অভিযোগে এক নেপালি শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হল প্রশাসন এ অভিযান পরিচালনা করে। আটককৃত শিক্ষার্থীর নাম আশীর্বাদ যাদব। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি নেপালের কাঠমান্ডু।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩১৬/বি কক্ষ থেকে মাদকের গন্ধ পেয়ে হল প্রশাসনকে জানানো হয়। পরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক শিক্ষার্থী দাবি করেন, তিনি চট্টগ্রাম যাওয়ার পথে মীর মশাররফ হোসেন হলে রাত যাপনের জন্য পরিচিত এক শিক্ষার্থীর মাধ্যমে ওই কক্ষে অবস্থান করেন। কক্ষটির বাসিন্দা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭ ব্যাচের ছাত্র কামরুল বর্তমানে হল ছেড়েছেন বলে জানা গেছে।
হল প্রাধ্যক্ষ ড. মাহমুদুর রহমান জানান, মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, “মাদকের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে।”
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।