হাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের বিজনেস স্টাডিজ অনুষদের ৩০৫ নং কক্ষে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। উক্ত ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মামুনার রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শাখার পরিচালকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সেখ মোহাম্মদ শহিদ উজ জামান। এ সময় ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মহোদয়। পরবর্তীতে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল কালামের নির্দেশনায় উক্ত বিভাগের এমবিএ ১৫ ব্যাচের শিক্ষার্থীরা উক্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল আয়োজন করে। আয়োজনে মার্কেটিং মেরিটস, মার্কেটিং বাজ, ক্যাপ্টেন অব কমার্স, মার্কেটিং ম্যাভ্রিক্স ও মার্কেটিং ম্যানিয়া নামের ৫ টি প্রতিযোগী দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন স্বাদের খাবার তৈরি করে স্টলে প্রদর্শন করে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, আজকের ফেস্টিভ্যালে শিক্ষার্থীরা যে খাবার তৈরি করেছে, সেগুলো গুণগত মান ও স্বাদের দিক থেকে অতুলনীয়। এই আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ট্যুরিজম সেক্টরে দেশ বিদেশে বিভিন্ন নামি দামি সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে। তিনি বলেন, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা সকলেই অনেক ভালো ভালো আয়োজন করেছে। খুব সামান্য ব্যবধানের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। আসলে এটি কোনো বিষয় না। এখান থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারবো সেটিই বিবেচ্য বিষয়। পরিশেষে এতো সুন্দর আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবুল কালাম বলেন, আমরা নতুন কিছু শেখানোর চেষ্টায় থাকি সবসময়। মার্কেটিং বিভাগ সবসময়ই ডায়নামিক কিছু করার চেষ্টা করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। মার্কেটিং বিভাগের আয়োজনে ভবিষ্যতে আরো ভালো ভালো আয়োজন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।
বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফেস্টিভ্যালে প্রথম স্থান অর্জন করে মার্কেটিং মেরিটস।
আরও পড়ুন:  মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি প্রশাসনের হাজী মোহাম্মদ দানেশের কবর জিয়ারত
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading