জার্মান আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মিজান, সাধারণ সম্পাদক বকুল

প্রকাশ:

Share post:

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে বিভিন্ন প্রদেশ থেকে আসা নেতাকর্মীদের সরব উপস্থিতিতে জার্মান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দেশটির রাজধানী বার্লিন নগরীর একটি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ পরিবেশে জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে আসা দলের নেতাকর্মীদের উপস্থিতিতেই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এদিন দলের নেতাকর্মী ও কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর খান এবং সবার অকুণ্ঠ সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোবারক আলী ভূঁইয়া বকুল।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল হক। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মাবু জাফর স্বপন। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের নেত্রী নুরজাহান খান নুরি, বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রুবেল ও সেলিম ভুইয়া।

জার্মান আওয়ামীলীগের সম্মেলন

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) ফারুক খান, এম পি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশের সাথে সাথে প্রবাসেও জার্মান আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাবে। এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের সৎ, আদর্শিক, ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীরা দলীয় পদে আসীন হবেন। দেশপ্রেমিক, গতিশীল ও নিষ্ঠাবান নেতৃত্ব সম্ভাব্য রাজনৈতিক সব প্রতিকূল পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে সাহসের সঙ্গে মোকাবিলা করবে। এসময় জার্মান আওয়ামী লীগের সম্মেলন ও দলের নবনির্বাচিতদের অভিনন্দন জানানোর পাশাপাশি দেশটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীদের শুভেচ্ছাও জানান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। দুজনেই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে জার্মান আওয়ামী লীগ পরিচালনা করার আহ্বান জানান।

আরও পড়ুন:  জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি এম্বাসেডর হলেন অধ্যাপক ড. তোফাজ্জল

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রধান জয়নাল হক, আলমগীর আলম, ফিরোজ আলম, বাবুল তালুকদার, অনারারি কনসাল প্রকৌশলী হাসনাত মিয়া, নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন, মায়েদুল ইসলাম, সূর্য কান্ত ঘোষ, কামাল ব্যাপারী।

এছাড়াও আরো বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদ ও সাধারণ সম্পাদক সামী দাশ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুনামউদ্দীন খালেক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, নেদারল্যান্ডসের সাধারণ সম্পাদক মুরাদ খান, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানা বখতিয়ার, জার্মান আওয়ামী লীগের আনোয়ারুল কবির রতন, মাবু জাফর স্বপন, মাসুদুর রহমান মাসুদ, বাপ্পী তালুকদার, রানা ভূঁইয়া, অধ্যাপক শরিফুল ইসলাম, প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, কামাল ভুঁইয়া, আব্দুল মালেক, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও পূ্ণর্বাসনের কমিটির সদস্য, নুরুল আমীন লিপু, মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, হাকিম টিটু, খালেকুজ্জামান, মুরাদ ব্যাপারীসহ আরো অনেকেই।

সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক বকুল জানান, তাদের ওপর যে গুরুদায়িত্ব দেয়া হয়েছে তা পালন করার সাথে সাথে রাজনৈতিক দলের উর্ধ্বে উঠে সকল প্রবাসীর সংকট ও সমস্যা নিরসন ও দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করে যাবেন।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading