একুশে ফেব্রুয়ারি
বছর ঘুরে ইতিহাসের স্বাক্ষী হয়ে
বারবার আসে ফিরে
মহান একুশে ফেব্রুয়ারি ।
আকাশে বাতাসে ঐ শোনা যায়
কত শত মায়ের কান্না-আহাজারি।
বাংলা ভাষার জন্য দিলো যারা প্রাণ
মৃত্যু নেই তাদের, তারা শহীদ
তারা অবিনশ্বর চির অক্ষয় অম্লান।
বায়ান্নর একুশের এই দিনে
সালাম রফিক জব্বারসহ আরও বহুজনে
উৎস্বর্গ করেছে জীবন তাদের মাতৃভাষারই কারণে।
পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবে না’কো তুমি
দ্বিতীয় এমন কোন দেশ,
যারা মাতৃভাষা রক্ষায় শত্রুর মোকাবেলায়
জীবন করেছে শেষ।
যাদের জন্য আমরা পেয়েছি বাংলা ভাষা
আসো শ্রদ্ধায় স্মরি তাদের
হৃদয়ে জাগ্রত করি ভালোবাসা।
———এম আব্দুল মান্নান