কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

কুয়েটের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে,’ ‘চাঁদাবাজি না, শিক্ষা চাই,’ ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন,’ ‘ছাত্রদল হামলা করে, ইন্টারিম কি করে?’ ইত্যাদি। পরে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ছাত্রদলের এ ধরনের কর্মকাণ্ড ক্ষমতায় গেলে আরও ভয়াবহ রূপ নিতে পারে। আন্দোলনকারী শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, “আমরা বিশ্বের অন্যতম স্বৈরশাসককে ছত্রিশ দিনে বিতাড়িত করেছি, ছাত্রদল সন্ত্রাসীদের বিতাড়িত করতেও সময় নেব না। গণমানুষের রাজনীতিতে থাকুন, অন্যথায় আপনাদের আমরা ‘চব্বিশের রাজাকার’ বলে চিহ্নিত করবো।”

আরেক শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, “কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার দৃশ্য আমাদের ব্যথিত করেছে। যারা ক্ষমতা চর্চার প্রথম ধাপেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের পরিণতি কী হবে, তা আমরা সবাই জানি। শিক্ষার্থীরা কোথাও অন্যায় হলে প্রতিবাদ করবেই। যদি ছাত্রদলের হাতে আর কোনো ছাত্র বা শিক্ষক আক্রান্ত হয়, তবে তাদের পরিণতি লীগ থেকেও ভয়াবহ হবে।”

বিক্ষোভে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আরও পড়ুন:  গত ১৫ বছরে ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে: বিএনপি মহাসচিব

সম্পর্কিত সংবাদ

আমাদের ফলো করুন

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading