গুপ্ত হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশ:

Share post:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন শিক্ষার্থীর কথিত ‘গুপ্তহত্যা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। পিলখানা হত্যাকাণ্ডসহ বিগত সরকারের আমলে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।

বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। আন্দোলনকারীদের মতে, এসব বিচারপ্রক্রিয়ার ধীরগতি ক্ষমতাসীনদের ব্যর্থতা এবং আইনের শাসনের প্রতি অবহেলার পরিচায়ক।

জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, “জুলাই বিপ্লবের সাড়ে চার মাস পরও হত্যাকাণ্ডের বিচার হয়নি, যা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জাজনক। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে তা এখনো হয়নি।”

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু মন্তব্য করেন, “২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো হয়নি। একইভাবে জুলাই আন্দোলনে জড়িত হত্যাকাণ্ডের বিচারেও ব্যর্থতা দেখা যাচ্ছে। এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গণতান্ত্রিক নির্বাচনের আগে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যেসব হামলা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা স্লোগানে জানান, তারা ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

আরও পড়ুন:  পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে উত্তাল জাবি
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading