বার্তাবুলেটিন: পিকেএসএফ বিভিন্ন মানবকেন্দ্রিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে মানুষকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে টেকসইভাবে বের হয়ে আসার সুযোগ করে দিচ্ছে। পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের ১৮ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিত RAISE প্রকল্পের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, জনমিতিক লভ্যাংশের সুফল পাওয়ার জন্য উচ্চ উৎপাদনশীল কর্মক্ষম জনগোষ্ঠী (workforce) ও টেকসই কর্মসংস্থান তৈরিতে RAISE প্রকল্প জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকল্পের কার্যক্রমের গুণগতমান বজায় রাখার স্বার্থে দেশব্যাপী প্রকল্পটি বাস্তবায়নকারী ৭০টি সহযোগী সংস্থার কর্মকর্তাকে নিয়ে আয়োজিত এ সমন্বয় সভার উদ্বোধন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মোঃ ফজলুল কাদের । সভার শুরুতে পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ও RAISE প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্ত্তী প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন।
এছাড়া, প্রকল্পের আওতায় লক্ষ্যভুক্ত অংশগ্রহণকারী নির্বাচনের লক্ষ্যে অভিন্ন গাইডলাইন প্রণয়ন বিষয়ক উপস্থাপনা প্রদান করেন গোলাম জিলানী, ব্যবস্থাপক (কার্যক্রম) ও RAISE উপ-প্রকল্প সমন্বয়কারী। সভায় বিভিন্ন সেশনের মাধ্যমে শিক্ষানবিশি কার্যক্রম পরিচালনার গাইডলাইন, তরুণ উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ পরিচালনার কৌশল, কেইস ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় অনুশীলন পরিচালনা করা হয়। এ সভায় পিকেএসএফ-এর RAISE প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।