স্বাস্থ্যবীমার আওতায় হাবিপ্রবি শিক্ষার্থীরা

প্রকাশ:

Share post:

হাবিপ্রবিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর মাঝে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার এবং যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান জনাব বদরুল আলম খান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরুল হাসান খন্দকার, গ্রুপ ইন্সুরেন্স প্রধান মো. হারুন-উর- রশীদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরুল হাসান খন্দকার। এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং স্বাস্থ্যবীমা পলিসি গ্রহণ কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. ইমরান পারভেজ বলেন এটি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে।অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক নয়, তবে যারা বীমা করতে আগ্রহী তাদেরকে সুযোগ প্রদান করা হবে।

উক্ত পলিসির আওতায় বাৎসরিক ২৭০/- (দুইশত সত্তর) টাকা হারে প্রিমিয়াম প্রদান করতে হবে। এর সুফল হিসেবে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তিরত অবস্থায় চিকিৎসা নিলে বছরে শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ ৫০ হাজার (দৈনিক চিকিৎসার ক্ষেত্রে ব্যয় ৫ হাজারের বেশি নয়) টাকা পাবে। বর্হিবিভাগে চিকিৎসার ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি বার্ষিক ব্যয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পাবে। যথাযথ তথ্যাদিসহ আবেদন সাপেক্ষে এই সুবিধা পাওয়া যাবে।এধরনের শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ ও সার্বিকভাবে নির্দেশনা প্রদানের জন্য আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর স্যারকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন:  ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, জাতির পিতার হাত ধরেই বীমার যাত্রা শুরু হয়। তিনি বলেন স্বাস্থ্যবীমা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। এধরনের উদ্যেগ গ্রহণের জন্য তিনি স্বাস্থ্যবীমা পলিসি গ্রহণ কমিটির সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি তিনি যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading