জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আট দিনের জন্য ছুটি ঘোষণা করেছে। শীতকালীন ছুটি এবং যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শীতকালীন ছুটি ও বড়দিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া, অফিসসমূহ ২২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট চার দিন বন্ধ থাকবে।