ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চট্রগ্রাম
  10. চাকুরী বার্তা
  11. জনমত
  12. জাতীয়
  13. ঢাকা
  14. পরিবেশ ও বিজ্ঞান
  15. ফিচার

পিপি নাগমা পারভীন জেবার অপসারণের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
বার্তা বুলেটিন
নভেম্বর ১৮, ২০২৪
দিনাজপুর

মাসুদ রেজা হাই, দিনাজপুর: দিনাজপুর জেলার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল এর পিপি নাগমা পারভীন জেবার অপসারণের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, দিনাজপুর জেলা ইউনিট ও দিনাজপুর জেলার জিপি, পিপি সহ সকল সরকারি আইনজীবী ।

জানা গেছে গতকাল ১৭ নভেম্বর সরকারি আইনজীবী সহ জিপি, পিপি, নব নিযুক্ত সকল আইন কর্মকর্তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপিসহ মানব বন্ধন করেন। এছাড়াও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সমাবেশ করেছেন। বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিনাজপুর জেলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগকৃত গণহত্যাকারী ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার সহযোগী আওয়ামী দোসর ২০২৪ এর গণঅভ্যুত্থানের অপশক্তি নাগমা পারভীন জেবাকে অতি জরুরী ভিত্তিতে উক্ত পদ হতে অপসারণের দাবী করেন। তিনি যেন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করতে না পারেন।

এ সময় উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম সভাপতি, মোঃ মোস্তাক আহমেদ নব নিযুক্ত পিপি, মোঃ মাহফুজুর রহমান বিপুল সাধারণ সম্পাদক, মোঃ সাখাওয়াত হোসেন নব নিযুক্ত পিপি, এ্যাডভোকেট মোঃ এমাম আলী সহ- সভাপতি, এ্যাডভোকেট খয়রাত আলী নব নিযুক্ত পিপি, সঞ্চালনে ছিলেন এ কে এম মঞ্জুর রশিদ রতনসহ প্রমুখ।

আরও পড়ুন:  হাবিপ্রবিতে বিএনসিসি’র ব্যাটালিয়ন ক্যাম্পিং- ২০২৪ এর শুভ উদ্বোধন

সর্বশেষ - জাতীয়