হাবিপ্রবি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডীন হিসাবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মেহেদি ইসলাম এবং ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক রাফিয়া আখতার।
রবিবার (১৬ জানুয়ারি) হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের অনুমোদনক্রমে এবং রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুব হোসেন, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর মেয়াদ কার্যকাল ১৭ জানুয়ারি ২২ শেষ হবে। উক্ত অনুষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য আইনের ২৩(৫) ধারা মূলে অধ্যাপকদের মধ্য হতে জৈষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে পরবর্তী দুই (২) বছরের জন্য ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো: মেহেদি ইসলাম-কে শর্ত সাপেক্ষে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
একইভাবে অন্য একটি অফিস আদেশে বলা হয়, বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন পদে নিযুক্ত ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক কুতুব উদ্দীনের কার্যকালের মেয়াদ ১৭-০১-২০২২ তারিখে শেষ হবে। উক্ত অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় আইনের ২৩(৫) ধারা মোতাবেক অধ্যাপকদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী দুই(২) বছরের জন্য ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক রাফিয়া আখতার কে শর্তসাপেক্ষে বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডীন পদে নিয়োগ প্রদান করা হলো।
অফিস আদেশের শর্তবলী অনুযায়ী আগামী কাল ( ১৮ জানুয়ারি ২০২২) থেকে তারা ডীন হিসেবে দায়িত্ব পালন করবেন। ডীনের দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রবর্তিতব্য সকল বিধি মেনে চলতে বাধ্য থাকবেন ও বিধি মোতাবেক অন্যান্য সকল সুযোগ-সুবিধা পাবেন। ভাইস চ্যান্সেলর মনে করলে মেয়াদ শেষ হওয়ার পূর্বে এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।