হাবিপ্রবি প্রতিনিধি:গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ‘ক’ ইউনিট বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাবিপ্রবির ১২২ টি কক্ষে ‘ ক’ ইউনিটে ৭ হাজার ২৫ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এবারই প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সার্বিক বিষয়ে হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, বাংলাদেশে আজ একটি ইতিহাস রচিত হলো। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা অবর্ণনীয় দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন। আজকের পরীক্ষায় ৯৫ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়েছেন।
শৃংখলার কমিটির দায়িত্বে নিয়োজিত হাবিপ্রবি প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠ ও সুন্দরভাবে আমাদের আজকের ‘ক’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জিএসটি পরীক্ষা কমিটি কেন্দ্র থেকে যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবেই ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। পরীক্ষা পরিচালনায় স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরত্বারোপ করা হয়েছে।
তবে ২০ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা- অবিভাবকেরা উচ্ছ্বাস, আশঙ্কা উভয়ই প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভর্তিচ্ছু পরীক্ষার্থী বলেন, গুচ্ছ পদ্ধতিতে আমাদের কষ্ট লাঘব হয়েছে। একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। কিন্তু কোন কারণে যদি পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির স্বপ্ন একবারে ধূলিসাৎ হয়ে যাবে।
উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর ”বি” এবং ১ নভেম্বর ”সি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
You must be logged in to post a comment.