জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং চর্চাকে আরও বিস্তৃত ও সংগঠিত করতে আত্মপ্রকাশ করেছে নতুন চলচ্চিত্র সংগঠন ‘থার্মোকল’। এই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী নাবিল মোস্তফা এবং মুখপাত্রের দায়িত্বে রয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য বাগচী।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রথম কমিটি ঘোষণা করেন মুখপাত্র ঐশ্বর্য বাগচী।
সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।
নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মানজুর আল হাসান, সুলতান মাহমুদ রাজ, মারুফ হোসেন, আবিদা আক্তার তিশা ও নাজমুস সাকিব। এছাড়া কাউন্সেলর বোর্ডে রয়েছেন রাইদ হাসান, তাশফিয়া রশিদ এবং খন্দকার ইফতেখার আহমেদ।
সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে আহ্বায়ক নাবিল মোস্তফা বলেন, “বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের মাঝে চলচ্চিত্র নির্মাণের ভাষা ও কারিগরি দিকগুলো শেখানোর লক্ষ্যেই ‘থার্মোকল’-এর সূচনা। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে প্রতিভাবান নির্মাতারা উঠে আসবেন, যারা ভবিষ্যতে দেশের চলচ্চিত্র অঙ্গনকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। সংস্কৃতির প্রাণকেন্দ্র জাহাঙ্গীরনগর থেকেই গড়ে উঠবে আগামী দিনের দক্ষ চলচ্চিত্রকর্মীরা।”