আসিফ সরকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা দুপক্ষের উত্তেজনার কারণে পণ্ড হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় জহির রায়হান অডিটোরিয়ামে এ সভা শুরু হলেও পদবঞ্চিত ও পদধারীদের মধ্যে হট্টগোলের কারণে তা বন্ধ হয়ে যায়।
সভায় পদবঞ্চিতরা নবগঠিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগীদের অবমূল্যায়নের অভিযোগ তোলেন। এতে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনা শুরু হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করেন। সভার আহ্বায়ক জহির উদ্দিন বাবর সভা স্থগিতের ঘোষণা দেন।
পদবঞ্চিতরা অভিযোগ করেন, দুঃসময়ে ছাত্রলীগের কর্মীদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজা বলেন, দুঃসময়ে রাজপথে থাকা অনেক নেতা মূল্যায়ন পাননি। এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, তৃতীয় শক্তির ইন্ধনে সভা পণ্ড হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের পর পরিস্থিতি শান্ত হয়।