ঢাকাশুক্রবার , ১৭ জুন ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

বন্যার কবলে শাবিপ্রবি ক্যাম্পাস,বিপাকে শিক্ষার্থীরা

প্রতিবেদক
বুলেটিন বার্তা
জুন ১৭, ২০২২

গত কয়েকদিন ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে ফের বন্যার কবলে পড়েছে সিলেটের মানুষ। এতে প্রতি মুহূর্তে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি। ফলে নগরের ভেতরে পানি প্রবেশ করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসেও বন্যার পানি ঢুকেছে। এতে কয়েক ঘণ্টার ব্যবধানে পা থেকে হাঁটু পর্যন্ত পানি উঠেছে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের এক কিলো রোডে, চেতনা-৭১ এর সামনে, একাডেমিক ভবন এ, বি, ডি, ই এর সামনে, ইউনিভার্সিটি সেন্টার, প্রথম ছাত্রী হল, প্রধান প্রধান সড়কগুলোর অধিকাংশ জায়গায় হাঁটু পর্যন্ত পানি উঠেছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। তাতে সময় যতই গড়াচ্ছে বাড়ছে বন্যার পানি, বাড়ছে শঙ্কা। অন্যদিকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিষাক্ত পোকামাকড়, সাপ, কেঁচোর উপদ্রব বাড়ায় শঙ্কিত শিক্ষার্থীরা। কেউ কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে না পারায় বিভিন্ন জায়গায় অবস্থান করছেন।

বন্যার কথা জানিয়ে প্রথম ছাত্রী হলের শিক্ষার্থী রায়হানা ইসলাম বলেন, ক্যাম্পাসে পানি থেকেও বড় সমস্যা হলের পানি, নেটওয়ার্ক, বিদ্যুৎ। পানি বাড়ার কারণে হলের মটর খুলে ফেলতে হইছে, এখন যে পানিটুকু আছে ট্যাংক ও ওটাই ভরসা। কারেন্ট নাই, আজকে রাতে কারেন্ট আসার সম্ভাবনাও দেখছি না। তিনি বলেন, এককিলো ও হলের আসা-যাওয়ার রাস্তায় পানি হয়ে যাওয়ায় যান চলাচল করছে না। টমটম ও অটো রিক্সাগুলোও বন্ধ হয়ে গেছে। এতে আমাদের চলাচলে ব্যাঘাত হচ্ছে। আমরা পানি বন্দি হয়ে পড়েছি।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর রহমান তারেক বলেন, হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পানি প্রবেশ করায় চলাচলে সমস্যা হচ্ছে। পানির কারণে প্রধান কয়েকটি সড়ক ডুবে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় আমরা শঙ্কিত হয়ে পড়ছি। এছাড়া মেসে থাকা অনেক শিক্ষার্থীও বন্যার পানির কারণে বিপাকে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমরা হলে প্রভোস্টসহ সকলের সাথে কথা বলেছি। ক্যাম্পাস ও হলের আশেপাশে পানি বাড়ায় পোকামাকড় ও সাপের উপদ্রব বাড়ছে। হলের শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছি। হলের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে রাতে ঘুমানোর সময় দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে মশারি টাঙ্গিয়ে ঘুমাতে। রাতে কী হবে? সকালে উঠে কি দেখবো? তা নিয়ে আমরা চিন্তিত।

আরও পড়ুনঃ  “আমার বঙ্গবন্ধু” শীর্ষক গেমিং অ্যাপস উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষক বলেন, ১৯৯৮ সালের পর এবার শাবিপ্রবির ক্যাম্পাসে বন্যার পানি প্রবেশ করেছে। বিগত ২২ বছরে এমন পানি আর হয়নি। এবার সিলেটেও একের পর এক বন্যা হচ্ছে। আমাদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। সামনে আরও ভারী বর্ষণের সম্ভাবনা আছে, তাই বিভিন্ন সমস্যা পড়ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শাহপরাণ হল, প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা তপোবন, সুরমা, নয়াবাজার, টুকেরবাজার, টিলারগাঁওসহ বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। তাই স্বাভাবিক জীবন যাপনে বাঁধার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। এতে শঙ্কায় আছেন আবাসিক-অনাবাসিক হলেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ

বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বে প্রয়োজন একাডেমিক ও প্রশাসনিকভাবে দক্ষ ব্যক্তি

সাড়া ফেলেছে ইকোফার্মিং এর বিষমুক্ত সবজি বিক্রয় কেন্দ্র

ফুলবাড়ীতে আশংকাজনক হারে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা

হাবিপ্রবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালকের এসডিএস’র কার্যক্রম পরিদর্শন

হাবিপ্রবিতে অনলাইন পরীক্ষার কলা-কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রয়াত প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরীর স্ত্রী নিহার চৌধুরীর মৃত্যুতে কুড়িকৃবি ভিসির শোক

ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগ’স- ড.মীজানুর

গরুর নাম ‘ত্যাগ’ ওজন ১ হাজার কেজি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সারাদেশের অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ইউনিট উদ্বোধন