বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কুড়িকৃবি উপাচার্যের শ্রদ্ধা

প্রকাশ:

Share post:

এম আব্দুল মান্নানঃ মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন।

শুক্রবার বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ স্মৃতির প্রতি ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) দেবদাস দত্ত ধ্রুব।

শ্রদ্ধা জ্ঞাপনের পর প্রধানমন্ত্রী কর্তৃক দর্শনার্থী বইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ হাতে লিখা মন্তব্য পাঠ করেন ভাইস চ্যান্সেলর। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মন্তব্য নোট পড়ে অভিভূত হয়ে বলেন, আজকের বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথ বেয়ে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যের পথবেয়ে একটি আধুনিক,প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক আমদের আজকের দিনের দৃপ্ত শপথ।

বিজয় দিবস উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলর প্রদত্ত বাণীতে প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন বলেন, বিজয়ের আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে যাঁর বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত হয়েছিল বাঙালির মুক্তির সংগ্রাম। আমি কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ ও দুইলাখ সম্ভ্রমহারা মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধাদের যারা অকাতরে দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি। এই দিনটির জন্যই সারাবিশ্বে বাঙালি জাতি ও বাংলাদেশের মর্যাদা আজ সুপ্রতিষ্ঠিত।

ভাইস-চ্যান্সেলর তাঁর বানীতে আরও বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, জনগণের জীবন মান বৃদ্ধি, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় ও বিচক্ষণ নেতৃত্বের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ এখন সুপরিচিত নাম। বিশেষ করে কৃষির প্রতি বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারি দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে আমূল পরিবর্তন করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে এগিয়ে চলেছে। বাংলাদেশকে ২০৪১-এর মধ্যে উন্নত দেশের মর্যাদায় প্রতিষ্ঠাদানের লক্ষ্যে অবিচল থেকে বর্তমান সরকার তার আর্থসামাজিক ও রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, প্রায় শতভাগ উপস্থিতি, শিক্ষার বিভিন্ন স্তরে জেন্ডার সমতা সহ ব্যাপক প্রণোদনা দান, শিক্ষার সর্বস্তরে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইটি শিক্ষাকে তৃণমূল পর্যায়ে বিস্তৃতকরণ, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর শিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ইত্যাকার কার্যক্রমের সুফল জাতি ইতোমধ্যেই পেতে শুরু করেছে। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ, বর্ধিত উৎপাদন ও দারিদ্র্য হ্রাস, বর্ধিত কর্মসংস্থান ও রেমিট্যান্স আর এরই সমান্তরালে একটানা উচ্চতর প্রবৃদ্ধি অর্জনে আমাদের দক্ষ জনশক্তি প্রধান ভূমিকা পালন করে চলেছে।

আরও পড়ুন:  লবণসহিষ্ণু উচ্চ ফলনশীল সয়াবিনের জাত উদ্ভাবনে সাফল্য

সর্বোপরি, এক সাগর রক্ত আর লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের সোনার বাংলাদেশ। একটি নতুন দেশকে সোনার দেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।

spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading