এমদাদুল হক মিলন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে রান্নাঘরের খড়ির মাচার নিচে মাদকদ্রব্য লুকিয়ে রেখেও শেষ রক্ষা হয়নি এক মাদক কারবারির। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আটক মাদক কারবারির নাম নুর ইসলাম (৪৮)। তিনি ওই এলাকার মৃত মানিক উল্লাহের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেড়াকুটি এলাকায় নুর ইসলাম নামের এক ব্যক্তি নিজ বসতবাড়িতে মাদক বেচাকেনা করেন। সংবাদদাতার এমন খবরে ফুলবাড়ী থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ সেখানে উপস্থিত হলে নুর ইসলাম তার বসতবাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় তার সে চেষ্টা ব্যর্থ হয়। তাকে আটকের পর পুলিশ পালানোর কারণ জানতে চাইলে তিনি উল্টাপাল্টা উত্তর দেন। পুলিশি জেরার এক পর্যায়ে স্বীকার করেন তিনি মাদক কারবারের সাথে জড়িত এবং তার রান্নাঘরের খড়ির মাচার নিচে মাদকদ্রব্য আছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে খড়ির মাচার নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে ।