আশ্রয়ণ প্রকল্প নিয়ে অভিযোগ, পরিদর্শনে গেলেন ইউএনও

প্রকাশ:

Share post:

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার উচ্চগ্রাম আশ্রয়ণ প্রকল্প নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে একটি অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ পত্রে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন,মোটা অংকের অর্থের বিনিময়ে স্বাবলম্বী পরিবারের অনেক সদস্য প্রধানমন্ত্রীর দেয়া এই আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘর পেয়েছেন। যেখানে হত দ্ররিদ্রদের থেকে স্বচ্ছল পরিবারের অনেক সদস্য পেয়েছেন বিনামূ্ল্যের এসব ঘর ।

অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়,এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পরও তিনি কোন অভিযোগ নেন নি। এ বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়ে-চড়ে বসে প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার(১৩ জুলাই) বিকেলে সেই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন এবং সদর উপজেলার ভূমি কর্মকর্তা। এসময় প্রশাসনের কর্মকর্তারা আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত পরিবারগুলোর সাথে অনিয়মের অভিযোগের বিষয়ে তুলে ধরেন। অনিয়মের বিষয়ে প্রকল্পে বসবাসরত ৫১ নম্বর ঘরের লিলি বেগম বলেন,’আমার স্বামী মারার যাবার পর দেবরের বাড়িতে থাকতাম,বন্যার সময় খুব সমস্যা হতো,এখন ঘর পেয়ে আমি খুশি,ঘর পেতে আমাকে কোন টাকা পয়সা দিতে হয়নি।’

আশ্রয়ন প্রকল্পের ৫২ নং ঘরের বাসিন্দা তিনি বলেন,আমি আগে মানুষের জায়গায় ছিলাম,এখন সরকারের দেয়া ঘর পেয়ে আমি খুশি,এই ঘর পেতে আমি কোন টাকা-পয়সা দেইনি।”

এই বাসিন্দাদের মতো আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ বাসিন্দা বলছেন একই কথা,তাদের এখানে ঘর পেতে দিতে হয়নি কোন ধরনের টাকা পয়সা । তবে যারা অভিযোগ করছেন তারা আশ্রয়ন প্রকল্পের বসবাসরত কেউ নন বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন,”আমরা আজ আন অফিসিয়ালি ঘরগুলো দেখতে ও এখানকার মানুষদের সাথে কথা বলতে এসেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”আপনার বিরুদ্ধে অভিযোগ এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন,’আমি অভিযোগের বিষয়ে কোন ধরনের চিঠি পাইনি।’

আরও পড়ুন:  বঙ্গবন্ধু বিশ্বে সকল মুক্তিকামী মানুষের জন্য আইকন হয়ে আছেন: ড. কলিমউল্লাহ
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading