ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামর ফুলবাড়ীতে মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদসহ আওয়ামীলীগর দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক এস আই আসাদুজ্জামান আসাদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার তারা বাড়ীতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয় নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজলার আওয়ামী লীগর সক্রিয় নেতা ও নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মৃত নুরবক্ত আলীর ছেলে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলজর অধ্যক্ষ গোলাম ওয়াদুদ (৫৮) ও উপজলার নাওডাঙ্গা ইউনিয়ন ১ নং ওয়ার্ডর ছাত্রলীগ নেতা পরশ চন্দ্র কুমার রায়ের ছেলে পল্লব কুমার রায় (২০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ গত ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিল হামলা ভাংচুর লুটপাট ও অগিসংযাগর ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যম কুড়িগ্রাম জলহাজত পাঠানা প্রক্রিয়া চলেছে।