হাবিপ্রবি ইউট্যাব’র সভাপতি ড. আবু হাসান, সম্পাদক ড. ফারুক হাসান

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর নতুন কমিটি গঠণ করা হয়েছে।

হাবিপ্রবি ইউট্যাবের নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে প্রফেসর ড. মো. আবু হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসানকে মনোনীত করা হয়েছে।

ইউট্যাব এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সম্মতিক্রমে ইউট্যাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান ১২ নভেম্বর ২০২৪ তারিখ এই কমিটির অনুমোদন করেন।

হাবিপ্রবি শাখার নবগঠিত এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মো. নওশের ওয়ান, সহ-সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. শরীফ মাহমুদ, প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা,কোষাধ্যক্ষ প্রফেসর মো. মামুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মারুফ আহমেদ, প্রচার সম্পাদক প্রফেসর মো. কুতুব উদ্দিন, সদস্য কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, প্রফেসর ড. মো. সহিদুল ইসলাম ও প্রফেসর ড. মো. আলমগীর হোসেন।

হাবিপ্রবি ইউট্যাব’র সভাপতি ড. আবু হাসান, সম্পাদক ড. ফারুক হাসানঅনুভূতি ব্যক্ত করে হাবিপ্রবি ইউট্যাবের নতুন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ইউট্যাব বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট যেকোন বিষয়ে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। আমাকে এমন একটি সংগঠনের নেতৃত্বদানের সুযোগ দেয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান বলেন, “প্রতিটি গুরু দায়িত্ব মানুষের মাঝে আলাদা একটা দায়িত্ববোধ সৃষ্টি করে। আমি আমার দায়িত্বের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভালো মন্দের বিষয়গুলো দেখার চেষ্টা করব। সেই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করবো।”

আরও পড়ুন:  জাবি কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি মুহিব সম্পাদক মাহদি
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading