হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে Exchange programs and higher education opportunities in the U.S. Universities for Teachers and Students of HSTU; শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ অনুষ্ঠিত এ উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মার্কিন দ‚তাবাসের অ্যাসিসটেন্ট কালচারাল অ্যাফেয়ার্স অফিসার খাদিজা মাহমুদ, শিক্ষা ও একাডেমিক এক্সচেঞ্জের প্রোগ্রাম স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কো- অর্ডিনেটর শাওন কর্মকার এবং এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজার ও আউটরিচ কো-অর্ডিনেটর এ. কিউ. এম. মুশফিক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ। আরও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষকবৃন্দ, আগ্রহী শিক্ষার্থীরা। দুই সেশনে অনুষ্ঠিত সেমিনারটিতে প্রথম সেশন ছিল শিক্ষকদের জন্য এবং পরের সেশন ছিল শিক্ষার্থীদের জন্য।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান সম্মানিত অতিথিদের সামনে হাবিপ্রবির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণা ও উচ্চশিক্ষা গ্রহণের। এতে করে আমরা নতুন জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের সংস্কৃতিও তুলে ধরতে পারবো এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন হবে। মার্কিন দ‚তাবাসের সাথে উচ্চশিক্ষা বিষয়ক কার্যক্রমে হাবিপ্রবি সম্পূর্ণভাবে সহযোগীতা করবে। সবশেষে তিনি এ ধরনের সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মার্কিন দূতাবাস থেকে আগত সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বক্তব্যের শেষে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে মাননীয় ভাইস চ্যান্সেলরকে উপহার সামগ্রী প্রদান করেন সম্মানিত অতিথিরা এবং হাবিপ্রবির পক্ষ থেকে অতিথিদের উপহার সামগ্রী তুলে দেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। এরপর শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা এবং মার্কিন দূতাবাসের বিভিন্ন শিক্ষাবৃত্তি কার্যক্রম নিয়ে গুরুত্বপর্ণ আলোচনা করেন মার্কিন দূতাবাসের সম্মানিত অতিথিরা।