ঈদের পর অনলাইনে পরীক্ষা নিবে হাবিপ্রবি:একাডেমিক সভায় চুড়ান্ত

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি প্রতিনিধি: আগামী মাসের ৪ তারিখ থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) স্থগিত হওয়া পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড.এম.কামরুজ্জামান

সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৫৭তম একাডেমিক কাউন্সিলের সদস্যদের মতামত বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ‘আজকের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে স্থগিত পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী আগস্ট মাসের ৪ তারিখ থেকেই স্ব স্ব অনুষদ তাদের স্থগিত পরীক্ষাগুলো নিতে পারবে। সেক্ষেত্রে আমরা খুব দ্রুতই অনলাইন পরীক্ষার একটি নীতিমালা প্রকাশ করবো। সে আলোকেই পরীক্ষাগুলো নেওয়া হবে’।

বেলা দুপুর আড়াইটা হতে শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের উক্ত সভায় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ সহ অনলাইনে যুক্ত হয়েছিলেন একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ ।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষিত হবার পর গত মাসের ২১ জুন হাবিপ্রবির সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর চলতি মাসের ৪ঠা জুলাই এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনদের এক সপ্তাহের মাঝে অনলাইন পরীক্ষার খসড়া নীতিমালা দিতে অনুরোধ করে উপাচার্য। এরপর ৭ জুলাই অনুষদীয় ডিনদের সমন্বয়ে গঠিত অনলাইন পরীক্ষা সংক্রান্ত উপকমিটি একটি খসড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দেয়। সেই খসড়ার আলোকেই আজ একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অনলাইন পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন:  শাবিপ্রবিতে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading