ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

ফেসবুকে কুটুক্তি, দুই যুবক গ্রেফতার

প্রতিবেদক
বুলেটিন বার্তা
অক্টোবর ১২, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে কুড়িগ্রামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শাহীন আলমকে কুড়িগ্রাম সদর এবং বিকেলে লাভলু মিয়াকে মণ্ডলের হাট থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন রাজারহাট উপজেলার ফুলবাড়ী উপনচকি গ্রামের বাসিন্দা শাহীন আলম (৩০) ও উলিপুর উপজেলার মণ্ডলের হাট ব্যাপারীপাড়া এলাকার মো. লাভলু মিয়া (২৯)।

পুলিশ জানায়, শনিবার সকালে শাহীন আলম তাঁর ফেসবুক আইডিতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান তাৎক্ষণিকভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুপুরে শাহীন আলমকে এবং শাহীন আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে লাভলু মিয়াকে বিকেলে গ্রেপ্তার করেন।

স্থানীয় লোকজনের ভাষ্যমতে, শনিবার সকালে শাহীন আলম (ইংরেজি অক্ষরে) নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করলে ওই ফেসবুক আইডি থেকে লাইভে এসে আইডি হ্যাক হয়েছে মর্মে দাবি করেন শাহীন আলম। সেই সঙ্গে শাহীন আলম তাঁর আইডি থেকে আগের কটূক্তিমূলক পোস্ট মুছে ফেলেন।

কিন্তু স্থানীয় লোকজন ওই পোস্টের স্ক্রিনশট রাখায় তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে মাঠে নামে। শেষ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  হাবিপ্রবি গ্রীন ভয়েসের নতুন কমিটি: সভাপতি রুবেল, সম্পাদক সেঁজুতি 

সর্বশেষ - ক্যাম্পাস