হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে “Healthcare & Education: Impact of COVID-19 Pandemic” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জুন ২০২১) জুম প্লাটফর্ম এর মাধ্যমে উক্ত ওয়েবিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এবং স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস, দিনাজপুর এর পরিচালক প্রফেসর ডা. বি কে বোস। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার ।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান কোভিড-১৯ নিয়ে বিস্তারিত ও দীর্ঘ আলোচনার জন্য প্রফেসর ডা. বি কে বোস কে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৫০ জনের অধিক শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন।
- এম.মান্নান/বার্তাবুলেটিন/হাবিপ্রবি