ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে হাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন

প্রকাশ:

Share post:

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল ।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন দিনাজপুর-রংপুর মহাসড়কের পাশে মানববন্ধন ও পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক বার্নাড পলাশ ও সদস্য সচিব ফরহাদ ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভন্ন প্রান্ত প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ছাত্রদলের একশন ডাইরেক্ট একশন, আমি কে তুমি কে আসিয়া আসিয়া , ধর্ষকদের বিরুদ্ধে ছাত্রদলের একশন, ডাইরেক্ট একশন, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে ইত্যাদি স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

হাবিপ্রবি ছাত্রদলের মিছিল

হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বার্নাড পলাশ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে শুরু হয়ে বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা বিভিন্নভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন, যার ফলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানে আমাদের নারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের পুরুষ সহপাঠীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন। অথচ আমরা দেখছি, অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি। দেশের বিভিন্ন স্থানে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অন্যদিকে ধর্ষকদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা না নিয়ে বর্তমান সরকার দীর্ঘসূত্রিতার মাধ্যমে বিচার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা ২১ দিনের মধ্যে বিচারকার্য শেষ করে ধর্ষকদের কঠিন শাস্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

তিনি আরও বলেন, অতিসম্প্রতি মাগুরায় যে নৃশংস ও নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে, আমরা হাবিপ্রবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই নরপশুদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

আরও পড়ুন:  ফুলবাড়ীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবিতে মানববন্ধন
spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading