নানা আয়োজনে নবীনদের বরণ করলো হাবিপ্রবি গ্রীন ভয়েস

প্রকাশ:

Share post:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের  বরণ  করে নিয়েছেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, হাবিপ্রবি শাখা ।

নবীন বরণ উপলক্ষে প্রতিভা অন্বেষণ স্লোগানে কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সদস্যবৃন্দ। শুক্রবার (০৮ এপ্রিল) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের ৫০৫ নম্বর রুমে আক আড়ম্বরপূর্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন দুরুদ , গ্রীন ভয়েসের সহ সমন্বয়ক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক হুমায়ুন কবির সুমন এবং মোনছেফা তৃপ্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক রোজিনা ইয়াসমিন (লাকি)।

গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার নারী ও সমাজকল্যাণ সম্পাদক উম্মে আজমেরি তুজ-জাহান কণা এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি মো. রবিউল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক সুরাইয়া জেবিন সেঁজুতি।এসময় তারা গ্রীন ভয়েসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ।

প্রধান অতিথির বক্তব্যে গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির বলেন, সবুজ পৃথিবী গড়ে তোলার দীপ্ত বাসনা নিয়ে ২০০৫ সালে আমরা মাত্র ৪/৫জন কে সাথে নিয়ে গ্রীন ভয়েসের যাত্রা শুরু করি। এখন আমরা কয়েকশ মানুষের পরিবার। দেশের প্রতিটি জেলা,উপজেলা,কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে এখন আমাদের গ্রীন ভয়েসের শাখা রয়েছে। দেশ ছাড়িয়ে বিদেশেও আমাদের শাখা রয়েছে। প্রথম দিকে ছোট পরিসরে কাজ করা হলেও সময়ের সাথে যেমন সদস্যের সংখ্যা বেড়েছে তেমনি আমাদের কার্যক্রমের পরিধিও বেড়েছে। সাংস্কৃতি,সামাজিক,শিক্ষা,প্রশিক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিসরে এখন কাজ হচ্ছে। বহ্নিশিখার মাধ্যমে আমরা নারীদের আত্মরক্ষা কৌশল ,আত্মনির্ভরতায় নারী,বলিয়ান নারী,প্রযুক্তিতে নারীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। আমরা মনে করি, আজকের প্রজন্মরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই পারে এই পৃথিবীটাকে বাসযোগ্য করে গড়ে তুলতে। এজন্য আমরা বলি’ যুবরাই লড়বে ,সবুজ পৃথিবী গড়বে’।

আরও পড়ুন:  জাবিতে পোষ্য কোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

সভাপতির বক্তব্যে অধ্যাপক রোজিনা ইয়াসমিন (লাকি) বলেন, বিশ্ববিদ্যালয়ে আসলাম আর একটা সার্টিফিকেট নিয়ে চলে গেলাম দায়িত্ব শেষ হয়ে গেলো এমনটা নয়। বিশ্ববিদ্যালয় হচ্ছে নিজেকে বিকশিত করার জায়গা। নিজেকে বিকশিত করার অন্যতম প্লাটফর্ম হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা।

তিনি আরো বলেন, মানবসৃষ্ট নানা কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে ‘যার ফলে হুমকির মুখে পড়ছে আমাদের দৈনন্দিন জীবন। গ্রীন ভয়েস সুস্থ-সুন্দর বাসযোগ্য পরিবেশ রক্ষার সেই দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। গ্রীন ভয়েসের ছোট-বড় বিভিন্ন প্রোগ্রামে আমি গিয়েছি, তাদের কার্যক্রম গুলো দেখেছি। অত্যন্ত যুক্তিযুক্ত এবং বাস্তবধর্মী কাজ গুলো তারা করছে। তোমরা যারা এর সাথে যুক্ত হয়েছ তাদের সকলের জন্য আমার শুভ কামনা থাকবে।

নবীন বরণ শেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে ইফতারি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠনের সমাপ্তি করা হয়।

spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading