আসিফ সরকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের একই ব্যাচের আব্দুল্লাহ বিন আহমদ।
শনিবার (৯ মার্চ) বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রসেনজিৎ পাল ও সাধারণ সম্পাদক অনিক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ আকাশ, মেহেদী হাসান অনিক ও ফিরোজ মহামুদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. রাকিবুল ইসলাম, তাসফিয়া আফনান হিরা, তাসমিনা সুলতানা ঐশি, সালেহ আহমেদ ও মো. তানজিমুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহিনুর রহমান লিখন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সুমাইয়া সুমু। দপ্তর সম্পাদক হয়েছেন শাহরিয়ার ইসলাম তুহিন, উপ-দপ্তর সম্পাদক মো. আকরাম হোসেন।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন সোলায়মান মাহিন এবং উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন মো. ইব্রাহিম। ক্রীড়া সম্পাদক হয়েছেন অন্তর ইসলাম শিহাব, উপ-ক্রীড়া সম্পাদক সাগর হোসেন। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সুদিপ্ত শিকদার এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক সাবিকুন নাহার।
আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোরসালিন ইসলাম, উপ-আইন সম্পাদক হয়েছেন মো. অনিক। ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন আঁখি খাতুন এবং উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক প্রীতি বিশ্বাস।
অর্থ সম্পাদক হয়েছেন সৌরভ কুমার সাহা, উপ-অর্থ সম্পাদক মীর জাবের সোয়াদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন খন্দকার ফাহাদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম।
শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হয়েছেন আসিফ হাসান সোহান, উপ-শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. রুবেল হোসেন। স্বাস্থ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পারভেজ মোশারফ, উপ-স্বাস্থ্য সম্পাদক হয়েছেন সামিউল হাসান সিয়াম।
উন্নয়ন সম্পাদক হয়েছেন রাবেয়া ইসলাম রেবা এবং উপ-উন্নয়ন সম্পাদক শাম্মী আক্তার অ্যানি।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোছাঃ সোহানা খাতুন, রামিস ফারিহা লাবণ্য, স্বাগতা বিশ্বাস, আনোভিয়ার হোসেন আকাশ, মেহেরুন আক্তার মিম, তাসমীম নাহার ইভা, শেখ মাশরুক, হাসানুজ্জামান সজিব, মায়েশা ফাহমিদা জামান, ফাতেমা খাতুন, মো. তানভীর জামান মুন, প্রান্ত হোসেন, মো. নাহিদ হাবিবুল্লাহ, মোছাঃ হুমাইরা মরিয়ম শশী, অনন্যা মজুমদার, বি.এম তাসেন মাহমুদ, মোছাঃ তনিমা মাহমুদ তিশা, মো. মইনুল ইসলাম, সাইমা রহমান, প্রিয়ম জয়তি সাহা, মো. লাবিব হাসান মিয়া, এম. তারেক মাহামুদ সাইফুল্লাহ, মোছাঃ রাবিয়া খাতুন, শাহারিয়ার সোহান, মো. আব্দুল্লা আল সিফাত, রিফাত মাহমুদ, নুসরাত জাহান রাখী, অহনা বিশ্বাস পৃথা, শারমিন খাতুন রূপা ও প্রিয়ম জয়তী সাহা।