এসডিএস’র আয়োজনে নারী দিবস উপলক্ষ্যে আলোচনা ও শপথ গ্রহণ

প্রকাশ:

Share post:

‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিএস(শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি) এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (৭ ই মার্চ ২০২২) এসডিএস একাডেমি প্রাঙ্গন, শরীয়তপুরে ‘আঁধার ভাঙ্গার শপথ’ স্লোগানে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এতে এসডিএস এর সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রধান নির্বাহী পরিচালক রাবেয়া বেগম (কল্পনা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট মীর্জা মোহাম্মদ হযরত আলী, জেলা পরিষদ সদস্য এডভোকেট রাশিদা মীর্জা, এক্সিম ব্যাংক,শরীয়তপুর শাখা ব্যবস্থাপক সোহেল রানা, এসডিএস’র পরিচালক (এম এফ) বিএম কামরুল হাসান বাদল, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) ইয়াছিন খান, উপ-পরিচালক (মানবসম্পদ) অমলা দাস। এছাড়া উপস্থিত ছিলেন এসডিএস’র কৃষি সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সমন্বয়কারী তানভির আহমেদ কামাল, সম্পদ সমন্বয়কারী মোস্তফা কামাল ইলিয়াস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এসডিএস এর প্রধান নির্বাহী পরিচালক রাবেয়া বেগম বলেন, সামাজিক- অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীরা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।পুরষদের ন্যায় নারীরা কর্মক্ষেত্রে সম পরিশ্রম করলেও তারা এখনো সমভাবে মূল্যায়িত হচ্ছে না। এখনো যেন আঁধার ভেঙ্গে আলোতে আসতে আমরা পারিনি। আমি বলেছি, আমার এ অফিসে যারা কাজ করবেন তিনি এবং তার পরিবারের কেউ যদি বাল্যবিয়ে করেন বা করান আর সেটা আমরা জানতে পারি তাহলে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি আমরা আমাদের নিয়োগ শর্তে জুড়িয়ে দিয়েছি। বাল্যবিয়ের বিষয়ে আমরা সব সময় জিরো টলারেন্স।

তিনি আরও বলেন, ঘরে এবং বাহিরে সব জায়গায় নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। নারীদের স্বাধীন এবং নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে হবে। তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দিতে হবে। যদি এ কাজটি আমরা করতে পারি তাহলে দেশ ও জাতি এগিয়ে যাবে। আর নারীদেরকেও নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে,পরনির্ভরশীলতা কমাতে হবে।

আরও পড়ুন:  এসডিএস’র আরএমটিপি প্রকল্পের আওতায় মৎস্যখামারীদের মাঝে চেক বিতরণ

সমাপনী বক্তব্যে এসডিএস’র সভাপতি সিরাজুল ইসলাম বলেন, একজন নারীকে পরিবার সামলিয়ে অফিস করতে হয়। নারীরা হচ্ছে পরিবারের সৌন্দর্য। সেই সৌন্দর্য যখন আঘাত প্রাপ্ত হয় তখন পুরো পরিবারই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাই যদি আমরা আমাদের মা-বোনদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারি তাহলে একদিন এই পরিবার,সমাজ এবং রাষ্ট্র আলোকিত হবে ইনশাআল্লাহ। তাই আসুন সকলে মিলে শপথ করি নারীদের অধিকার রক্ষায় কাজ করি।

আলোচনা সভা শেষে মোমবাতি প্রজ্বলন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এসডিএস এর সকল শাখার কর্মচারী, কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ ও শপথবাক্য পাঠ করেন।

এম আব্দুল মান্নান/এসডিএস

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading