আসিফ সরকার, জাবি প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ তম ব্যাচ) ভর্তি পরীক্ষা মাসে হলেও, এখনো একাডেমিক কার্যক্রম শুরু হয়নি। দীর্ঘ প্রতীক্ষার অবসান চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে নবীন শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর এ স্মারকলিপি জমা দেন সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ভর্তি শেষ হওয়ার পরও দীর্ঘ সময় পার হলেও ক্লাস শুরুর কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এতে পরিবার ও পরিচিতজনদের কাছ থেকে বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে— “আসলেই কি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো?”
তাদের দাবি, এমন পরিস্থিতি শুধু ব্যক্তিগত মানসিক চাপই তৈরি করছে না, বরং স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাহাঙ্গীরনগরের পরে ভর্তি পরীক্ষা নেওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এমনকি খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসা অন্যান্য প্রতিষ্ঠান নানা জটিলতা অতিক্রম করেও একাডেমিক কার্যক্রম শুরু করেছে। ফলে সময়ের এই বৈষম্য নবীন শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করেছে।
স্মারকলিপিতে নবীন শিক্ষার্থীরা লেখেন— “জাহাঙ্গীরনগর কেবল একটি বিশ্ববিদ্যালয়ের নাম নয়, এটি একটি প্রাণের আবাস, একটি নান্দনিকতা, একটি স্বপ্নের ঠিকানা। তাই দীর্ঘ নীরবতা ভেঙে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করা হোক।”
স্মারকলিপিতে স্বাক্ষর করেন আব্দুল্লাহ মাসুম, রাইয়ান, বর্ষণসহ আরো কয়েকজন শিক্ষার্থী।