জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সংগঠনটির জাবি টিম উপাচার্যের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সেনিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন এবং ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন হলগুলোর নিরাপত্তা জোরদারের জন্য সীমানা প্রাচীর উঁচু করা ও কাঁটাতার সংযুক্ত করার দাবি জানানো হয়।
এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী কনক ইয়াসমিন বলেন, “মাসিককালীন সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সহজলভ্য করতে ক্যাম্পাসে ভেন্ডিং মেশিন বসানো সময়োপযোগী পদক্ষেপ হবে।”
দর্শন বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী হ্যাপি আক্তার শিলা বলেন, “ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন হলগুলোর পারিপার্শ্বিক পরিবেশ নারী শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সীমানা প্রাচীর উঁচু ও কাঁটাতার সংযুক্ত করলে নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে।”
লাল সবুজ উন্নয়ন সংঘের ঢাকা জেলা শাখার সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমাদের সংগঠন দেশব্যাপী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করছে। জাবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করি।”
স্মারকলিপি প্রদানকালে জাবি টিমের সংগঠক আব্দুল হাদি, হৃদি, রিনা, কনক, শিলাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ সারা দেশে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌন হয়রানি রোধে সচেতনতামূলক কার্যক্রম, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদানসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২০২২ সাল থেকে সংগঠনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।