জাবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, আসন প্রতি লড়বে ২৮০ জন

প্রকাশ:

Share post:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ২৮০ জন শিক্ষার্থী। ‘ডি’ ইউনিটে মোট ১,৮১৪টি আসনের বিপরীতে ২,৬২,৪৯০টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতিটি আসনের জন্য গড়ে ১৪৫ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করবেন।

ভর্তি পরীক্ষা রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে, মোট পাঁচটি শিফটে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

ইউনিটভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সর্বাধিক আবেদন জমা পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। ৩১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬,৭৮৮টি, অর্থাৎ প্রতি আসনে লড়বেন ২৮০ জন। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ), যেখানে ৪২৬টি আসনের জন্য প্রতিযোগিতা করবেন ৭৩,১৬৯ জন শিক্ষার্থী।

অন্য ইউনিটগুলোর মধ্যে –‘সি’ ইউনিট (কলা, মানবিকী ও আইন অনুষদ): ৪৩৮টি আসনের বিপরীতে আবেদন ৫৩,৪০১টি।‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): ৩২৬টি আসনের বিপরীতে আবেদন ২৩,৭৭৪টি।‘সি১’ ইউনিট (নাট্যতত্ত্ব ও চারুকলা): ৬৪টি আসনের জন্য আবেদন ৫,৫০৭টি।‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২০০টি আসনের বিপরীতে আবেদন ১৫,১৮৩টি।‘আইবিএ-জেইউ’ ইউনিট: ৫০টি আসনের জন্য আবেদন পড়েছে ৪,৬৮৮টি।

বহুল প্রতিযোগিতামূলক এই ভর্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

আরও পড়ুন:  জাবিতে দু'পক্ষের উত্তেজনায় পণ্ড ছাত্রদলের সভা
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading