জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে জানান, প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পসমূহ:
- অর্থ মন্ত্রণালয়: চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্প।
- নৌপরিবহন মন্ত্রণালয়: মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং, মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (প্রথম সংশোধিত) এবং গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম প্রকল্প।
- কৃষি মন্ত্রণালয়: ডাল ও তৈলবীজ উৎপাদন প্রকল্প (২য় পর্যায়) এবং সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা প্রকল্প।
- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: দক্ষিণাঞ্চলের আয়রন সেতু পুননির্মাণ প্রকল্প (২য় সংশোধিত)।
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ অনুসন্ধান কূপ খনন প্রকল্প।
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়: নেপালের লুম্বিনীতে বাংলাদেশ বৌদ্ধ বিহার কমপ্লেক্স নির্মাণ।
- খাদ্য মন্ত্রণালয়: আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত) প্রকল্প।
আগের অনুমোদিত ৯টি প্রকল্প:
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স প্রকল্প।
- সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প।
- সীমান্তবর্তী ৮৬টি এলাকা ও চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প।
- অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প।
- মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প।
- রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্প।
- পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প।
- মসলিন সুতা ও কাপড় পুনরুদ্ধার প্রকল্প।
- আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্প।
একনেক সভায় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।