একনেকে ৪,২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

প্রকাশ:

Share post:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে জানান, প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পসমূহ:

  • অর্থ মন্ত্রণালয়: চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্প।
  • নৌপরিবহন মন্ত্রণালয়: মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং, মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (প্রথম সংশোধিত) এবং গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম প্রকল্প।
  • কৃষি মন্ত্রণালয়: ডাল ও তৈলবীজ উৎপাদন প্রকল্প (২য় পর্যায়) এবং সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা প্রকল্প।
  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: দক্ষিণাঞ্চলের আয়রন সেতু পুননির্মাণ প্রকল্প (২য় সংশোধিত)।
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ অনুসন্ধান কূপ খনন প্রকল্প।
  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয়: নেপালের লুম্বিনীতে বাংলাদেশ বৌদ্ধ বিহার কমপ্লেক্স নির্মাণ।
  • খাদ্য মন্ত্রণালয়: আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত) প্রকল্প।

আগের অনুমোদিত ৯টি প্রকল্প:

  1. রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স প্রকল্প।
  2. সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প।
  3. সীমান্তবর্তী ৮৬টি এলাকা ও চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প।
  4. অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প।
  5. মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প।
  6. রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্প।
  7. পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প।
  8. মসলিন সুতা ও কাপড় পুনরুদ্ধার প্রকল্প।
  9. আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্প।

একনেক সভায় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  ২২ জেলায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছাবে গ্রীন ভয়েস
spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading