জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগ প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও পায়নি নিজস্ব স্থায়ী ভবন। অন্যদিকে মাত্র ২ জন স্থায়ী শিক্ষক দিয়ে চলছে বিভাগীয় কার্যক্রম, যেখানে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে মাত্র একটি শ্রেণিকক্ষে।
বিভাগের প্রধান সমস্যা হিসেবে শিক্ষক সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনেও নিয়োগ না হওয়ায় বিভাগের বেশিরভাগ পাঠদান চলছে অতিথি শিক্ষকদের ওপর নির্ভর করে। বর্তমানে ১১ জন শিক্ষকের মধ্যে ৯ জনই শিক্ষা ছুটিতে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
শ্রেণিকক্ষের স্বল্পতায় পাঁচটি ব্যাচের ক্লাস পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবে দিনভিত্তিক সময় নির্ধারণ করে অন্যান্য বিভাগের শ্রেণিকক্ষ ব্যবহার করে আপাতত সমাধানের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এসব সমস্যার স্থায়ী সমাধান চায়।
আইন ছাত্রসংসদের সহ-সাধারণ সম্পাদক কাউসার আলম কাজল বলেন, “আইন বিভাগের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী ভবন। আন্দোলন, আবেদন-নিবেদন করেও আমরা পেয়েছি কেবল আশ্বাস। মাত্র ১টি শ্রেণিকক্ষ, ২ জন স্থায়ী শিক্ষক আর ১৭ জন অতিথি শিক্ষক দিয়ে চলছে পুরো বিভাগ। এত স্বপ্ন নিয়ে আসা শিক্ষার্থীরা ন্যূনতম সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত—এই হলো আইন বিভাগের ১৪ বছরের বাস্তবতা।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শিক্ষক সংকটে আছে আইন বিভাগ। সেখানে মাত্র ২ জন স্থায়ী শিক্ষক রয়েছেন। দ্রুত শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে অফিসিয়ালি ১টি শ্রেণিকক্ষ থাকলেও ২টি অস্থায়ী কক্ষ ব্যবহার করতে দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে লেকচার থিয়েটারের একটি ফ্লোর আইন বিভাগকে বরাদ্দ দেওয়া হবে।”