ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনার ১৬ বছরের দু:শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট ছাত্রলীগের জুলুম নির্যাতনের বিচারের দাবীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা।
এসময় ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মিলন মিয়া স্বাক্ষরিত স্মারকলিপি অধ্যক্ষের কাছে জমা দিয়ে জুলাই – আগষ্ট অভ্যুথান চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের বিচার নিশ্চিতের দাবী জানানো হয়।