বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা।
দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। এ প্রসঙ্গে সোহেল রানা বলেন, “বেগম খালেদা জিয়া ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ আদর্শের প্রতীক। তার প্রতি অবিচার দেশের গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত হেনেছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।”
জাবি ছাত্রদল নেতা মনিরুজ্জামান সাগর বলেন, “গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই পবিত্র মিলাদ মাহফিল। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা। তার অসুস্থতা আমাদের গভীর উদ্বেগের বিষয়। আমরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মনিরুজ্জামান সাগর, নাজমুল হাসান, জাকিরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো: মুমিনুল ইসলাম নাইম, মো: মোস্তফা কামাল লিটন, সাভার উপজেলা যুবদলের মোঃ উজ্জল আহম্মেদ প্রমুখ নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।