শরীয়তপুরে ইউনিয়ন উন্নয়ন সভার নামে ব্যতিক্রমধর্মী সভা চালু

প্রকাশ:

Share post:

বার্তাবুলেটিন ডেস্ক:পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম তার নির্বাচনী এলাকা শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর)’র প্রতিটি ইউনিয়ন উন্নয়ন সভার নামে একটি ব্যতিক্রমধর্মী সভা চালু করেছেন। সভায় তিনি নিজে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে সমস্যার ও সম্ভাবনা কথা শোনেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘আমার গ্রাম, আমার শহর; গ্রাম হবে শহর’ এই স্লোাগানকে সামনে রেখে ওই ইউনিয়নগুলোতে সরকারি বরাদ্ধ, উন্নয়ন ও সম্ভাবনা এবং সমস্যা নিরসনের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ উপ-মন্ত্রী এ উদ্যোগ নিয়েছে। সভায় উপমন্ত্রী নিজে উপস্থিত থাকছেন।

এসব সভায় ইউএনও, এসিল্যান্ড, ওসি, উপজেলা প্রকৌশলী, পিআইও, কৃষি কর্মকর্তা, মৎস কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকছে।এসময় সরকার থেকে প্রদত্ত বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও বরাদ্ধ এবং উন্নয়ন জনগণকে সরাসরি জানানো হচ্ছে। যেমন-বয়স্ক ভাতা, বিধবা ভাতা, টিসিবির পণ্য, জন্ম নিবন্ধন ঠিকভাবে পাচ্ছে কিনা তারও খোঁজখবর নেন।

গত ৪ নভেম্বর বৃহস্পতিবার নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়ন পরিষদে প্রথম এ উন্নয়ন সভা হয়। ইতোমধ্যেই ডিঙ্গামানিক, বিঝারী এ সভা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে চলবে এই কার্যক্রম। এতে করে ব্যাপক প্রশংসিত হচ্ছেন পানি সম্পদ উপমন্ত্রী।

কৃষক আব্দুস সালাম বলেন, ‘উপমন্ত্রী এনামুল হক শামীম আমাদের এলাকার জলাবদ্ধতার কথা শুনেছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমাদের কথাও তিনি নিজে শুনতে আসেন দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছি।’

ভূমখাড়া ইউনিয়ন পরিষদের চেযয়ারম্যান আলমগীর হোসেন বলেন, এধরনের সভা এই প্রথম। এ সভার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ তাদের আশা আকাক্সক্ষা ও সমস্যার কথা উপমন্ত্রীসহ ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে বলতে পারছে।

আরও পড়ুন:  পরিবেশ সচেতনতায় গ্রীন ভয়েসের সাইকেল র‍্যালি
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading