পূর্ব পাকিস্তানের প্রথম বাঙালি স্বাস্থ্যমন্ত্রী, বিশিষ্ট লেখক হাবিবুল্লাহ বাহারের নামে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় জ্ঞানের আলো ছড়ানো প্রতিষ্ঠান হাবীবুল্লাহ বাহার কলেজ। প্রতিষ্ঠার পর থেকে এ মহাবিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
দেশব্যাপী সবুজায়নের ধারাকে অব্যাহত রাখতে এবং মানবিক মানুষ গড়ার লক্ষ্যে কাজ করছে দেশের অন্যতম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। সংগঠনের কার্যকারিতা সম্প্রসারণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যে হাবীবুল্লাহ বাহার কলেজ শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির ।
ঐতিহ্যবাহী এই কলেজের শিক্ষার্থী রায়াতুল রিটু-কে আহ্বায়ক এবং রমেশ দাস কে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক: রিহাব হোসাইন, গোকুল চন্দ্র রাজ, তালিমুল এহসান গালিব, সদস্য: ফারহানা আহমেদ, শান্ত হাসান, হিমেল হাসান মামুন, রিয়াজুল, মাইনুল ইসলাম হৃদয়, সুমাইয়া শারমিন ।
গ্রীন ভয়েসের নবগঠিত কমিটি সবুজায়নের স্বপ্ন বাস্তবায়নে এবং পরিবেশ সংরক্ষণের অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। নতুন নেতৃত্বের এ কার্যকরী কমিটির প্রত্যেক সদস্য সবুজায়নের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে, যাতে পরিবেশ সংরক্ষণ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় আরও সুদৃঢ় হয়।