হাবিপ্রবির ট্রেজারার হলেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর কবির

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি, দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

আজ সোমবার (৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয় ।

প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির ১৯৭৮ সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে কুষ্টিয়া জেলা স্কুল এবং ১৯৯৫ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে তিনি বিবিএ ও এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে ২০০৪ সালে তিনি হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের ব্যবস্থাপনা বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত উক্ত বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশী-বিদেশী বিভিন্ন জার্ণালে তার ১৯ টি প্রকাশনা রয়েছে।

উল্লেখ্য যে, প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ার আগে এই পদে দায়িত্ব পালন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ব বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার । তিনি ২০২২ সালের ৩০ জুলাই পর্যন্ত ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মেয়াদ শেষ হলে দীর্ঘ ২ বছর ৪ মাস পদটি শূন্য ছিল। শূন্য থাকা এই পদটিতে  নতুন করে ট্রেজারার পেলো বিশ্ববিদ্যালয়টি। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে এবারই প্রথম ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার পেলো বিশ্ববিদ্যালয়টি। এরআগে একই সময়ে এসব পদে কেউ কখনো দায়িত্ব পালন করেনি।

আরও পড়ুন:  হাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটির সভাপতি মুবাশ্বির, সম্পাদক মাসুদ
spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading