হাবিপ্রবি, দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
আজ সোমবার (৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয় ।
প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির ১৯৭৮ সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে কুষ্টিয়া জেলা স্কুল এবং ১৯৯৫ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে তিনি বিবিএ ও এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে ২০০৪ সালে তিনি হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের ব্যবস্থাপনা বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত উক্ত বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশী-বিদেশী বিভিন্ন জার্ণালে তার ১৯ টি প্রকাশনা রয়েছে।
উল্লেখ্য যে, প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ার আগে এই পদে দায়িত্ব পালন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ব বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার । তিনি ২০২২ সালের ৩০ জুলাই পর্যন্ত ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মেয়াদ শেষ হলে দীর্ঘ ২ বছর ৪ মাস পদটি শূন্য ছিল। শূন্য থাকা এই পদটিতে নতুন করে ট্রেজারার পেলো বিশ্ববিদ্যালয়টি। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে এবারই প্রথম ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার পেলো বিশ্ববিদ্যালয়টি। এরআগে একই সময়ে এসব পদে কেউ কখনো দায়িত্ব পালন করেনি।