ঢাকামঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চট্রগ্রাম
  10. চাকুরী বার্তা
  11. জনমত
  12. জাতীয়
  13. ঢাকা
  14. পরিবেশ ও বিজ্ঞান
  15. ফিচার

কুড়িগ্রামে ইউনিভার্সিটি পুলিশ এ্যালায়েন্স সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা বুলেটিন
ডিসেম্বর ৬, ২০২২
কুড়িগ্রামে ইউনিভার্সিটি পুলিশ এ্যালায়েন্স সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে প্রথমবারের মতো ইউনিভার্সিটি পুলিশ এ্যালায়েন্স (U & P Alliance) শিরোনামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে উৎসাহ উদ্দীপনা, শৃঙ্খলা, নিরাপত্তা সংক্রান্তে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন।

সভায় ভাইস চ্যান্সেলর ড. জাকির বলেন, প্রতিষ্ঠানিকভাবে ইউনিভার্সিটি পুলিশ এ্যালায়েন্স নিঃসন্দেহে একটি নতুন উদ্ভাবনী ধারনা। আমরা সকল অংশীজনের সহযোগিতায় সদাশয় সরকারের রূপকল্পের ভিত্তিতে কুড়িগ্রামের এই বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এসম তিনি একাডেমিয়া-প্রফেশনাল নেটওয়ার্ক, পুলিশ-ইউনিভার্সিটি এ্যালায়েন্স সহ সুদীর্ঘ কর্মজীবনে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা সমূহ তুলে ধরেন।

অন্যদিকে পুলিশ সুপার বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও পুলিশ ত্রয়ী সম্পর্কে কেউ যেন কোনো ‘মিথ’ এর অনুপ্রবেশ না ঘটাতে পারে সেই বিষয়ে কর্তৃপক্ষে অনুরোধ করেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবদাস দত্ত মজুমদার (ধ্রুব), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মোঃ খাইরুল ইসলাম, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহের ড. সহিদুল হক বীর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, ওসি ডিবি মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই প্রশাসন মোঃ মোস্তাফিজুর রহমান, কোর্ট পরিদর্শক মামুন অর রশিদ, ডিআইও-২ মোঃ হারেসুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স মোঃ জহুরুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সভায় কুড়িগ্রামের কৃষি বিশ্ববিদ্যালয় ও জেলা পুলিশ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অকুণ্ঠ সহযোগিতার মাধ্যমে টেকসই নিরাপত্তা উন্নয়ন ও সম্মানিত নাগরিকদের জীবনযাত্রাকে সমৃদ্ধ করতে সহমত পোষণ করে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়