কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত

প্রকাশ:

Share post:

রনবীর রায় রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান শুরু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ স্নান অনুষ্ঠিত হবে। এ স্নানকে ঘিরে লাখো পূণ্যার্থীর ভিড় জমেছে নদীর তীরে।

প্রতিবছরের মতো চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য ব্রহ্মপুত্র নদে পূণ্যস্নান সম্পন্ন করেন।

আয়োজকরা জানান, এবারের অষ্টমী স্নানে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় লক্ষাধিক। চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এ স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, স্নান উৎসবে রংপুর বিভাগের ৮টি জেলা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূণ্যার্থীরা একদিন আগেই চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। তাদের থাকার জন্য উপজেলার ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।

পূণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তন এবং রাত্রীযাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। পূজাপর্ব পরিচালনার জন্য প্রায় দুই শতাধিক ব্রাহ্মণ পূজারি দায়িত্ব পালন করছেন।

অষ্টমি স্নানকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশের ১৮১ জন সদস্য ছাড়াও সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন:  ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা
spot_img

সংবাদ সারাদেশ

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে যা বললো হেফাজতে ইসলাম

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বিবৃতি...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading