জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মুহিব বুল্লাহ, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ওয়ালি উল্লাহ আল মাহদি।
৫ ফেব্রুয়ারি (বুধবার) ক্লাবের অফিসিয়াল পেজে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনুজীব বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের আশিক ইকবাল ও ৪৯ ব্যাচের মোহাম্মদ সাইফ খান। অন্যান্য পদে রয়েছেন—কোষাধ্যক্ষ: তানভিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: আলী আহাম্মদ, দপ্তর সম্পাদক: মোহাম্মদ হাসান, প্রচার সম্পাদক: এ কে অনিক, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক: কামরুদ্দিন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক: শামিম আফজাল, তথ্য প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক: কামরুজ্জামান নুর। নারী কমিটির দায়িত্বে রয়েছেন— প্রধান: আরিফা সুলতানা, সহ-প্রধান: রোকাইয়া জাহান রিতু ও নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক: জান্নাতুল ফেরদাউস, কোষাধ্যক্ষ: ফাহমিদা ইসলাম সওদা, দপ্তর সম্পাদক: মরিয়ম জামিলা, প্রচার সম্পাদক: ফাবলিহা জাহান, শিক্ষা ও প্রকাশনা বিভাগের প্রধান: দোলনা আখতার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিভাগের প্রধান: মুন্নি আক্তার ফাতেমা
নেতৃবৃন্দের মতে, ক্লাবটির উদ্দেশ্য কেবল কুরআনের শিক্ষা ও সংস্কৃতির প্রচার নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটানো। তাদের ভাষায়, কুরআন শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি জীবনবোধ, নৈতিকতা, সহমর্মিতা ও সামাজিক ন্যায়বিচারের নির্দেশনা প্রদান করে।
তারা আরও বলেন, “আমরা চাই ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে একতা, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির ক্ষেত্রে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করুক।”