২০১৭ সালে তাহসান খান এবং রাফিয়াত রশিদ মিথিলা যৌথভাবে তাদের সম্পর্কের ইতি টেনেছিলেন। এরপর, ২০১৯ সালে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তবে বিবাহবিচ্ছেদের পর সাত বছর একা কাটিয়েছেন তাহসান, এবং এই সময়ে তার সম্পর্কের বিষয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু গতকাল, ৪ জানুয়ারি, শনিবার সকাল থেকে বিয়ের খবর ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় ঢাকায় এক কমিউনিটি সেন্টারে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।
এ খবর গণমাধ্যমে প্রকাশের পর, তাহসানকে ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে। আবার, মিথিলার প্রতিক্রিয়া জানার জন্য নেটিজেনরা চেষ্টা করছেন, তবে তিনি এখনও এই বিয়ে নিয়ে কোনো মন্তব্য বা শুভেচ্ছা জানাননি।
এদিকে, মিথিলা শনিবার সকালে মেয়ে আইরার সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে, ছবিটি তিনি ডিলিট করে দেন। এছাড়া, কিছু দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে, মিথিলার সংসারে তিক্ততা দেখা দিয়েছে। মেয়ে আইরাকে নিয়ে তিনি ঢাকায় থাকছেন এবং সৃজিতের পাশে দীর্ঘদিন ধরে তাকে দেখা যাচ্ছে না। এমনকি, আইরাকে ঢাকায় একটি স্কুলে ভর্তি করিয়েছেন মিথিলা।
সৃজিতের জন্মদিনে, ২৩ সেপ্টেম্বর, তাকে পাশে না পেয়ে তাদের মধ্যে দূরত্বের খবর আরও জোরালো হয়। এরপর থেকে, তারা আলাদা থাকছেন—একজন বাংলাদেশে এবং অন্যজন কলকাতায়। তবে, তাদের মধ্যে দূরত্বের কারণ এখনও স্পষ্ট হয়নি।
তাহসান-মিথিলার বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ে করার বিষয়ে মিথিলাকে নেটিজেনরা বিভিন্নভাবে কটাক্ষ করেছিল। তবে সে সব তিনি গুরুত্ব দেননি। এবার তাহসানের বিয়ের খবরেও মিথিলা আবার আলোচনায় এসেছেন, এবং তার মধ্যে সৃজিতের সঙ্গে বিচ্ছেদের নতুন গুঞ্জন শুরু হয়েছে।