আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে মাদক নিরাময় ও প্রতিরোধে চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
লাল সবুজ উন্নয়ন সংঘ, ঢাকা জেলা শাখার সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান জানান, তরুণদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। এক গবেষণায় দেখা গেছে, মাদকাসক্তদের ৬০ শতাংশের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। তরুণদের এই ঝুঁকি কমাতে ২০১১ সাল থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত সংগঠনটি দেশের অধিকাংশ জেলায় মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে ৩৭ লাখ শিক্ষার্থীকে মাদকবিরোধী কর্মসূচিতে যুক্ত করেছে।
আয়ান আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও মাদকের ব্যবহার ক্রমশ বাড়ছে। মাদক প্রতিরোধে ক্যাম্পাসে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। এজন্য তারা চার দফা দাবি (মাদকবিরোধী সেল গঠন, ডোপ টেস্ট প্রবর্তন, মাদক সরবরাহ ও সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ এবং হল ও বিভাগে মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন) উত্থাপন করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। তাদের আশা, প্রশাসন এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসে মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে।