হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের রাতের মধ্যেই হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য প্রফেসর ড.মো. কামরুজ্জামান এর মৌখিক নির্দেশ পাওয়ার পর পরেই অবৈধভাবে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য বলে আসছিলেন প্রক্টরিয়াল ও এডভাইজারি বডি। এরপরেও শিক্ষার্থীরা হল ত্যাগ না করলে আজ সোমবার (৫ জুন ২০২১) প্রক্টর প্রফেসর ড.মো: খালেদ হোসেন ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ইমরান পারভেজ এর নেতৃত্বে সন্ধ্যা থেকে হল গুলোতে অভিযান চালানো হয়। এ সময় হলে অবস্থানকারী সকল শিক্ষার্থীদের বের করে দিয়ে হল গুলো সিলগালা করে দেয়া হয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মো: খালেদ হোসেন জানান, বিভিন্ন সময়ে নোটিশ দিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু এরপরেও কিছু সংখ্যক শিক্ষার্থী আদেশ অমান্য করে হলে অবস্থান করে আসছিল বলে আমরা জানতে পারি। এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা হলে অভিযান চালিয়েছি। যারা অবৈধভাবে হলে অবস্থান করে আসছিল তাদের বের করে দিয়ে হল সিলগালা করে দেওয়া হয়েছে।
হঠাৎ করে প্রশাসনের এমন কঠোর অবস্থান সমালোচনা করে হলে অবস্থানরত শিক্ষার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।