হাবিপ্রবি গ্রীন ভয়েস: বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে ‘আমি ও আমার পরিবেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ জুন) গ্রীন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান ও গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার। এসময় পরিবেশের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জুয়েল আহমেদ সরকার, গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম, বর্তমান সভাপতি রোকনুজ্জামান হৃদয়।
আলোচনা শেষে উপস্থিত প্রকৃতি প্রেমীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং পরে পরিবেশ দিবস উপলক্ষে “প্লাস্টিক দূষণে বন্দী জীবন” শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রবন্ধ প্রতিযোগিতায় অর্ণব(প্রথম), লাবণী(দ্বিতীয়), আসফি বিনতে আসাদ(তৃতীয়) এবং উপস্থিত বক্তৃতায় মুমু(প্রথম), মনিষা(দ্বিতীয়), সুরভী(তৃতীয়) কে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আজমেরি কণা। এসময় গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সবুজযোদ্ধারা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.