আহম্মদ আলী শাহিন,যশোর: ”সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আলোচনা সভার আয়োজন করে। এ সময় উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সহকারী কমিশনার ফারজানা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান-ই জাহান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
https://drive.google.com/uc?id=1vOxCfResw-Mew-tAIKAtvW1W8r9g6YGe&export=download