রনবীর রায় রাজ, ফুলবাড়ী: আজকের শিশু, আগামীর আলো,বালবিবাহ নয়,দাও শিক্ষার আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনমূলক ক্যাম্পেইন,আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪) ফেব্রুয়ারি বেলা ১২ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ও উপস্থিত শিক্ষার্থীদের শপথ গ্রহণ করান, ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা এমদাদুল হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি স্পেশালিস্ট ডা:রোজিনা আক্তার, বালারহাট আর্দশ স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক জয়নাল আবেদিন,বালারহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা,বালারহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকগণ,উপস্থিত বালারহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা,গণমান্য ব্যক্তিবর্গ ও ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা জানান,বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা রোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে।