জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোভার স্কাউট গ্রুপের ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. তানভীর রহমান, এবং গার্ল-ইন-রোভার হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের সাইমুন নাহার জেবিন নির্বাচিত হয়েছেন। তারা সবাই সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার শবনম ফেরদৌসীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, “আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। আমার প্রতি আস্থা রাখার জন্য জাবি রোভার স্কাউট লিডার মোহাম্মদ কামরুজ্জামান স্যারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। রোভার স্কাউটের মূলমন্ত্র—সেবা—হৃদয়ে ধারণ করে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখব এবং সংগঠনের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সাংগঠনিক সম্পাদক: এ এম রাফিদ উল্লাহ, অর্থ সম্পাদক: মহুয়া, অফিস সম্পাদক: জুবায়ের ইসলাম, পাঠাগার সম্পাদক: অর্পন্যা রাণী দাস, সাংস্কৃতিক সম্পাদক: শাহিদা আক্তার, নারী বিষয়ক সম্পাদক: শামিমা ইসলাম সেতু, সুহানা তানভীন, সাহিত্য সম্পাদক: তানিয়া আক্তার, সমাজসেবা সম্পাদক: শরাফুজ্জামান সাজ্জাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো. খাইরুল ইসলাম, প্রোগ্রাম সম্পাদক: তারেক আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক: রীতা আক্তার। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নাইম খান, ইশরাত জাহান দিপ্তী, আবু হোরায়রাম, মো. তাওফিকুর রহমান, মনোয়ার হোসেন ও তাহরিমা কবির।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ প্রতিবছর ভর্তি পরীক্ষা ও বিভিন্ন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।